শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জেলা সংবাদদাতা, টাঙ্গাইল

প্রকাশিত:১২ জুন ২০২৪, ১৭:৩৭

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ধীরগতি ও যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে টাঙ্গাইলের মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ১৩ কিলোমিটার অংশ। ফলে স্বাভাবিক সময়ের মতোই পরিবহন চলাচল করছে।

এর আগে মঙ্গলবার ভোররাত থেকে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। এতে সড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়কজুড়ে পরিবহনের ধীরগতি দেখা দেয়। পরে বুধবার (১২ জুন) সকাল ৯টা পর্যন্ত এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে পরিবহনের ধীরগতির সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়েন যাত্রী ও চালকরা।

তবে পুলিশের দাবি, গরু ও বালুবাহী ট্রাকের কারণে গভীররাতে সেতুপূর্বপাড়ে ধীরগতির সৃষ্টি হয়। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় সেটি বেশ কয়েক কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়।

বুধবার (১২ জুন) দুপুরে মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত মহাসড়কে পরিবহনের কোনো ধীরগতি বা যানজট দেখা যায়নি। তবে স্বাভাবিক দিনের চেয়ে মহাসড়কে পরিবহন বেশি চলাচল করছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, গভীর রাতে সেতুপূর্ব এলাকায় গরুবাহী, বালুবাহী ট্রাক এবং মহাসড়কের উন্নয়নের কারণে পরিবহনের ধীরগতির সৃষ্টি হয়। ফলে মহাসড়কে পরিবহনের সংখ্যা বাড়ার কারণে রাতের যানজটটি আসতে আসতে কয়েক কিলোমিটারে রুপ নেয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪