বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতি পথে যানবাহনের চাপে সৃষ্ট বঙ্গবন্ধু সেতু পশ্চিমের ঢাকাগামী লেনের যানজট কেটে গেছে। এরপর স্বাভাবিক হয়েছে সেতু পশ্চিমের মহাসড়ক ও টোল প্লাজা এলাকার যান চলাচল। শনিবার (২২ জুন) দুপুর ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল থেকেই এই যানজটের শুরু হয়। যা সেতু পশ্চিম থেকে শুরু হয়ে ইকোনমিক জোনের গেট পর্যন্ত পৌঁছে।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকামুখী গাড়ির চাপ পড়েছিল সেতু পশ্চিম টোল প্লাজায়। এছাড়া বৃষ্টির কারণে সেতুর ওপরে একাধিক গাড়ি নষ্ট হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। তবে দুপুর পৌনে ১টার দিক থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)