শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের প্রধানসহ আটক ১৬

জেলা সংবাদদাতা, চাঁদপুর

প্রকাশিত:২৪ জুন ২০২৪, ১৫:০০

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের প্রধানসহ ১৬ জনকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৩ জুন) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২৪ জুন) সকালে কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহামুদুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটক আসামিরা হলেন— চক্রের প্রধান মো. ইয়াসিন (২৩), মামুন (৩৮), মুনকার আহমেদ রাজ (২২), তানভীর হোসেন (২৩), মোবারক হোসেন (৪০), রবিউল আলম (২৮), মো. শরীফ (৩৭), শাওন (২৩), নুরুল ইসলাম (২৬), অমিত হাসান (২৮), তোফাজ্জল দেওয়ান (৫৫), সেলিম (৪০), রানা (৩৭), সাজ্জাদ হোসেন (১৯), তামিম (২৩) ও আরমান (৩০)।

র‌্যাব জানায়, পাসপোর্ট অফিসে দালালি ও হয়রানির অভিযোগে রোববার অভিযান চালানো হয়। এ সময় দালাল চক্রের প্রধানসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আর তাদের কাছে ১৮৩টি পাসপোর্টের ডেলিভারি স্লিপ, ৮টি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার ২০০ টাকা পাওয়া যায়।

লেফটেন্যান্ট কমান্ডার মাহামুদুল হাসান জানান, আটক দালালদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪