বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


কেএনএফের আরও কারাবন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

জেলা সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত:২৯ জুন ২০২৪, ১২:৫৭

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেফতার করা আরও কারাবন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তায় বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয় তাদের।

স্থানীয় ও বান্দরবান কারাগার সূত্রে জানা যায়, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় বান্দরবান কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মধ্যে আজ আরও সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। বান্দরবান কারাগারে জায়গা সংকট হওয়ায় তাদের চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়। তবে এদের মধ্যে কেএনএফের কত জন নারী ও পুরুষ সদস্য রয়েছেন তা জানা যায়নি।

বান্দরবান জেল সুপার জান্নাত উল ফরহাদ বলেন, কারাগারে জায়গা সংকট হওয়ায় কারাবন্দি কেএনএফ সদস্যদের মধ্যে বেশ কয়েকজনকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এইবার কত জনকে পাঠানো হয়েছে তার সংখ্যা জানাতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের গত ১১ জুন কেএনএফের ৩১ কারাবন্দিকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছিল।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪