শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের অন্যতম সহযোগী লাল বেসাই লুসাইকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৩০ জুন) র্যাব-১৫ কক্সবাজারের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রেফতার লাল বেসাই লুসাই (৪২) বান্দরবান সদরের সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড বেথানী পাড়া এলাকার বিয়াত লিয়ান লুসাইয়ের ছেলে।
জানা যায়, শনিবার (২৯ জুন) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড বেথানী পাড়া এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। এসময় রুমায় সোনালী ব্যাংক শাখায় ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুট, ব্যাংক ম্যানেজার অপহরণ মামলার অন্যতম আসামি এবং কেএনএফ প্রধান নাথান বমের অন্যতম সহযোগী লাল বেসাই লুসাইকে গ্রেফতার করে র্যাব। এছাড়া লাল বেসাই লুসাই বান্দরবান জেলায় হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবিসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে বলে জানানো হয় র্যাবের এই বিজ্ঞপ্তিতে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)