শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন তুলাতলি এলাকার একটি ময়লার ভাগাড় থেকে মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্রূণটি উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় সেটি কবর দেওয়া হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা বলেন, সকাল ৯টার দিকে আমরা এই সংবাদ পাই। পরে তুলা কোম্পানি মোড় থেকে মানব ভ্রূণ উদ্ধার করা হয়। এটি সুরতহাল করার মতো অবস্থায়ও ছিল না। ৪-৫ মাসের মধ্যে গর্ভপাত করা হয়েছে বলে ধারণা করছি। ভ্রুণটির ওজন এক কেজির মতো হবে।
তিনি বলেন, অবৈধ গর্ভপাতের পর ভ্রূণ ভাগাড়ে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। কারা সেটি ফেলে গেছে তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।
এর আগে, ১৪ মে পূর্ব নাছিরাবাদ আপন নিবাসের ফটকের সামনে ময়লার ভাগাড় থেকে দুইটি মানব ভ্রূণ উদ্ধার করা হয়। এছাড়া, গত ২৬ এপ্রিল চট্টগ্রামের বহদ্দারহাটে সড়কের আইল্যান্ড থেকে এক অপূর্ণাঙ্গ নবজাতকের উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)