শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ি থেকে

প্রকাশিত:১২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৩

ফাইল ছবি

ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সুজন চাকমা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসিত গ্রুপ) এর সদস্য বলে জানা গেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে মেরং ইউনিয়নের গুলছড়ির কেয়াংঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সুজন চাকমা দীঘিনালা উপজেলার তাঁরাবুনিয়া এলাকার বাসিন্দা মোহন চাকমার ছেলে। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসিত গ্রুপ) এর সদস্য বলে জানা গেছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সুজনের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড লেড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অপরাধে মামলা করা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪