সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১


থানা থেকে লুট হওয়া ১৯ রাউন্ড গুলি উদ্ধার

মুন্সীগঞ্জ থেকে

প্রকাশিত:১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৭

ফাইল ছবি

ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গিবাড়ী বাজারের যাত্রী ছাউনির উলটো পাশের রাস্তার পাড়ের মাটির নিচে লুকানো অবস্থায় গুলিগুলো উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

টঙ্গিবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রণি সাহা বলেন, গত ৫ আগস্ট টঙ্গিবাড়ী থানা থেকে লুট হওয়া ১৯টি গুলি রাস্তার পাশের মাটির নিচে পুঁতে রেখেছিল দুর্বৃত্তরা। পরে গত কয়েকদিনের বৃষ্টিতে সেগুলোর অংশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশ খবর দেন। পরে আমি গিয়ে গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসি।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ১৯টি গুলি উদ্ধার করা হয়েছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর টঙ্গিবাড়ী থানায় ভাঙচুর, অস্ত্র লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় থানা থেকে অস্ত্র ও গুলি লুট করা হয়।

টঙ্গিবাড়ী থানা থেকে লুট হওয়া ১২টি সরকারি ও দুইটি বেসরকারি অস্ত্র এবং দুই থেকে আড়াই হাজার রাউন্ড গুলি এখনো উদ্ধার হয়নি। সেসব অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান চলছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

সোমবার ২৫ নভেম্বর ২০২৪