বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও সংকটাপন্ন। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজন নারী আছেন।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার পর শহরের তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার সাতক্ষীরার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টার কিছু পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছার পর বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। আহত হন চালক। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কজনক।
সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) মনির দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)