বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


এগিয়ে ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:৭ জানুয়ারী ২০২৪, ১৯:২৩

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। প্রাথমিক কয়েকটি কেন্দ্রের ফলাফলে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭৭ কেন্দ্রের মধ্যে নয়টি কেন্দ্রে ঈগল প্রতীকে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১০ হাজার ৭২৩ ভোট। নিকটতম প্রার্থী নৌকার মাহবুব আলী পেয়েছেন এক হাজার ৮০৬।

এই আসনে ১৭৭টি ভোটকেন্দ্রে পাঁচ লাখ ১২ হাজার ৩০৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৭ হাজার ৮৮৪ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ৪২৩ জন।

এই আসনে মোট প্রার্থী আটজন। অপর ছয় প্রার্থী হলেন আবু ছালেহ (ইসলামী ঐক্যজোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আইনজীবী ব্যারিস্টার সুমন ইতোমধ্যে নানা কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে আলোচনায় এসেছেন। তিনি এবার নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েও পাননি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন।

চা শ্রমিক অধ্যুষিত এই আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে থাকে। এবার নৌকাকে হারিয়ে ব্যারিস্টার সুমন বিজয়ী হলে সেটা হবে স্মরণকালের রেকর্ড।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪