বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


এবার নাম পরিবর্তন করছে এক্সিম ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত:১০ জানুয়ারী ২০২৪, ১১:০২

ফাইল ছবি

ফাইল ছবি

এবার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ কারণে ব্যাংকটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংকটি নাম পরিবর্তনের জন্য সংঘস্বরকের কিছু অনুচ্ছেদ পরিবর্তন করবে। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২০ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকটির নাম ”এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের” পরিবর্তে ”এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’ রাখবে।

দেশে নিবন্ধিত সীমিতদায় পাবলিক ব্যাংক কোম্পানির নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে এমন নির্দেশনার পর সব ব্যাংকই নাম পরিবর্তনের উদ্যোগ নেয়।

অর্থাৎ যেসব ব্যাংকের নামের শেষে ‘লিমিটেড’ শব্দটি আছে, সে ব্যাংকগুলো ‘লিমিটেড’ শব্দটি বাদ দিয়ে নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখছে।

এর আগে আরও বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লিমিটেড থেকে পিএলসতে পরিবর্তন করা হয়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪