মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
ছবি সংগৃহীত
বাংলাদেশ এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৯ এপ্রিল) সচিবালয়ে পারচেজ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের সহায়তা ছাড়াই বাংলাদেশের রিজার্ভ স্থিতিশীল। তারা বাজেট সহায়তা যেটা দিতে চেয়েছে তা না দিলে বাংলাদেশ সরকার নিজেরাই সেটা করতে পারবে। তবে সরকার আইএমএফের ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী।
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, আইএমএফ যে শর্ত দিয়েছে এর সবগুলো বাংলাদেশ বাস্তবায়ন করবে না। আমাদের স্বার্থেই আমরা নেব। তারা অযৌক্তিকভাবে যদি ঋণ না দেয় সেটা তাদের সমস্যা।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ও ইলেকট্রনিকসসহ বেশকিছু পণ্য নেয়ার প্রস্তাব দিয়েছে সরকার। বাড়তি শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে পণ্য কেনার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথে আলোচনা অব্যাহত রাখা হবে। ট্রাম্প প্রশাসনকে খেপানো যাবে না।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)