মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২


জুনের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ডলার

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত:১ জুলাই ২০২৫, ১৪:৩১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সদ্য শেষ হওয়া জুন মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ মুদ্রায় প্রায় ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকায়)। প্রতিদিন গড়ে দেশের প্রবাসী আয় থেকেছে ৯ কোটি ৩৩ লাখ ডলার।

এ তথ্য বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বিশেষ করে মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মঙ্গলবার (১ জুলাই) সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ২৩৭ কোটি ২০ লাখ ডলার, যা থেকে দেখা যায়—জুনে প্রবাসী আয় বেড়েছে ১৪.১০ শতাংশ।

উল্লেখ্য, গত অর্থবছরের ২৯ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড— ৩০ দশমিক ২১ বিলিয়ন ডলার, যা প্রায় ৩ হাজার ২১ কোটি ৩০ লাখ টাকা করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের পরিসংখ্যান।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৪৮ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬:৫৩ সন্ধ্যা
এশা ০৮:১৭ রাত

মঙ্গলবার ১ জুলাই ২০২৫