রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২


সাধারণ বীমার বেশির ভাগ কোম্পানির মুনাফা কমেছে

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত:২৪ আগষ্ট ২০২৫, ১০:৩২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি ৪৩টি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সব কোম্পানি কমবেশি নিট মুনাফা করেছে বলে তথ্য দিয়েছে। সাকল্যে প্রথম ছয় মাসে এসব কোম্পানির নিট মুনাফা হয়েছে ৩১৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩১৩ কোটি টাকা। তবে এর মধ্যে শীর্ষ পাঁচ কোম্পানির নিট মুনাফা হয়েছে সাকল্যে প্রায় ১৩৯ কোটি টাকা, যা কোম্পানিগুলোর মোট মুনাফার প্রায় ৪৪ শতাংশ। এ খাতের সার্বিক হিসাবে মুনাফা সামান্য বাড়লেও বেশির ভাগ কোম্পানির মুনাফায় ছিল নিম্নমুখী প্রবণতা।

এদিকে, সব কোম্পানি নিট মুনাফা করলেও গত বছরের একই সময়ের তুলনায় কারও মুনাফা সামান্য বেড়েছে অথবা কমেছে, অর্থাৎ মিশ্রধারা রয়েছে। অন্যদিকে, প্রথম প্রান্তিকে যেখানে কোম্পানিগুলোর নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ শতাংশ বেড়েছে। তবে দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ। তালিকাভুক্ত ৪৩ সাধারণ বীমা কোম্পানির প্রথম প্রান্তিকে নিট মুনাফা ছিল ১৫৬ কোটি ৪১ লাখ টাকা, যা দ্বিতীয় প্রান্তিকে ৩ কোটি ৮৪ লাখ বেড়ে ১৬০ কোটি ২৫ লাখ টাকায় উন্নীত হয়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে ২০ সাধারণ বীমা কোম্পানি মুনাফা বেড়েছে, কমেছে ২৩টির। ছয় মাসের হিসাবে বেড়েছে ১৮টির এবং কমেছে ২৫টির। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে সর্বাধিক ৫ টাকা ৩৯ পয়সা মুনাফা (ইপিএস) করেছে রিলায়েন্স। ৩ টাকা ৪৭ পয়সা ইপিএস নিয়ে পরের অবস্থানে সেনা ইন্স্যুরেন্স। ১ টাকা থেকে ২ টাকা ৮২ পয়সা ইপিএস হয়েছে ২১ কোম্পানির। এর অন্যতম গ্রিন ডেল্টা, প্রগতি, পাইওনিয়ার, বাংলাদেশ ন্যাশনাল, এশিয়া প্যাসিফিক, ক্রিস্টাল, ইস্টার্ন, ইউনাইটেড, সিটি জেনারেল।

জানতে চাইলে রিলায়েন্স ইন্স্যুরেন্সের সিইও খালেদ মামুন সমকালকে বলেন, মুনাফায় যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তা প্রকৃত অর্থে প্রবৃদ্ধি নয়। নানা কারণে নতুন করে বড় বিনিয়োগ হচ্ছে না। ফলে বীমা করারও প্রয়োজন পড়ছে না। ব্যবসায়িক সুনাম থাকায় কয়েকটি বড় কোম্পানি এবং বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া ব্যবসা থেকেই কিছু প্রিমিয়াম নিয়ে টিকে থাকছে। এর বেশি কিছু নয়।

মুনাফায় শীর্ষ ৫ কোম্পানি

তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের শীর্ষ পাঁচ কোম্পানি রিলায়েন্স, গ্রিন ডেল্টা, পাইওনিয়ার, প্রগতি এবং সেনা ইন্স্যুরেন্স নিট ১৩৮ কোটি ৭০ লাখ টাকা মুনাফা করেছে, যা মোটের প্রায় ৪৪ শতাংশ। গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় এ মুনাফা পৌনে ৩ শতাংশ বেশি। এ ছাড়া মুনাফায় শীর্ষ ১০ কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৮২ কোটি টাকা, যা মোটের সাড়ে ৫৭ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় সোয়া ৩ শতাংশ বেশি।

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সর্বাধিক ৫৬ কোটি ৬৮ লাখ টাকা নিট মুনাফা নিয়ে শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স। গত বছরের একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৪৮ কোটি ৬৯ লাখ টাকা। প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ২৮ কোটি ২৫ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ লাখ টাকা কম। তৃতীয় অবস্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্স নিট সাড়ে ২১ কোটি টাকা মুনাফা করেছে, যা গত বছর একই সময়ে ছিল ২৫ কোটি টাকা। এর পরের অবস্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্স ১৮ কোটি ৩৭ লাখ টাকা, সেনা ইন্স্যুরেন্স ১৩ কোটি ৮৮ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১১ কোটি ১১ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৯ কোটি, এশিয়া প্যাসিফিক ৮ কোটি এবং ক্রিস্টাল ৭ কোটি ৮৩ লাখ টাকা নিট মুনাফা করেছে।

গত এপ্রিল-জুন প্রান্তিকেও নিট মুনাফায় শীর্ষে ছিল রিলায়েন্স। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এ কোম্পানি ৩২ কোটি ৮১ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা গত বছর ছিল ২৮ কোটি টাকা। দ্বিতীয় প্রান্তিকে গ্রিন ডেল্টা প্রায় ১৮ কোটি এবং প্রগতি ইন্স্যুরেন্স ১০ কোটি টাকা মুনাফা করেছে। এ ছাড়া পাইওনিয়ার ও সেনা ইন্স্যুরেন্স যথাক্রমে ৮ কোটি ৩১ লাখ এবং ৬ কোটি ২৮ লাখ টাকা মুনাফা করেছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৮ সন্ধ্যা
এশা ০৭:৪৩ রাত

রবিবার ২৪ আগস্ট ২০২৫