শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২


৫ দিনে ব্লক মার্কেটে ১৬৬ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত:৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১০

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর বাইরে এক্সচেঞ্জটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৮৭ লাখ টাকা। এই লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ওরিয়ন ইনফিউশনের মোট ৫৬ কোটি ৮৮ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৭১ টাকা ৬০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেডের শেয়ার। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৬০ পয়সা।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা পূবালী ব্যাংক লিমিটেডের ব্লক লেনদেন হয়েছে ৯ কোটি ১০ লাখ টাকা। সপ্তাহ শেষে ব্যাংকের শেয়ারদর দাঁড়িয়েছে ২৯ টাকা ৯০ পয়সা। প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে এই শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫০ পয়সা।

এছাড়া গত সপ্তাহে ফাইন ফুডস লিমিটেডের ৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এই শেয়ারটির দর সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ২৯১ টাকা ৯০ পয়সা।

শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৫৮ লাখ টাকা, গ্রামীণফোনের ৫ কোটি ১৬ লাখ টাকা, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৮৯ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ১৯ লাখ টাকা এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৬ ভোর
যোহর ১২:৫৮ দুপুর
আছর ০৪:২৬ বিকেল
মাগরিব ০৬.১৫ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫