বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
ছবি : সংগৃহীত
নিত্যপণ্যের প্রতিদিনের বাজারদর জানাতে ‘বাজারদর’ নামে একটি অ্যাপ চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি)। এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন শতাধিক নিত্যপণ্যের দাম হালনাগাদ করা হচ্ছে।
অ্যাপটির প্রচারণায় আজ (বৃহস্পতিবার) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রতিদিন বাজারে যাচ্ছেন, কিন্তু নিত্যপণ্যের কোন দামটি সঠিক, তা নিয়ে কি দ্বিধায় পড়ছেন? আর নয় দুশ্চিন্তা! জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে ‘বাজারদর’ অ্যাপস। এখানে পাবেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর হালনাগাদ প্রতিদিন। গুগল প্লে-স্টোর থেকে ‘বাজারদর’ অ্যাপসটি ইন্সটল করুন, প্রতিদিনের বাজারদর জানুন এবং সচেতন হোন।’
অ্যাপে প্রবেশ করে দেখা যায়, এখানে ‘খাদ্যসামগ্রী’ এবং ‘অন্যান্য’ নামে দুটি অপশন রাখা হয়েছে। ‘খাদ্যসামগ্রী’ অপশনের মধ্যে চাল, আটা/ময়দা, ভোজ্য তেল, চিনি, লবণ, ডাল, আলু, মসলা, মাছ ও গোশত, দুধ, ডিম, শাক ও সবজি এবং ফল এর প্রতিদিনের বাজারদর দেখার সুযোগ রাখা হয়েছে। প্রধান খাদ্যশস্য হিসেবে চালের পাঁচটি ধরনের প্রতিদিনের দাম এখানে হালনাগাদ করা হচ্ছে। এর মধ্যে চাল সরু (নাজির/মিনিকেট), চাল মাঝারি (পাইজাম/আটাশ), চাল মোটা (স্বর্ণা/চায়না ইরি), সুগন্ধি এবং কাটারিভোগ চালের প্রত্যেক দিনের দাম এই অ্যাপ থেকে জানা যাবে।
আটা/ময়দার ক্ষেত্রে খোলা ও প্যাকেটজাত দুই ধরনের পণ্যেরই দাম দেওয়া রয়েছে। পাশাপাশি এই ক্যাটাগরিতে প্যাকেটজাত সুজির দাম জানার সুযোগ রাখা হয়েছে। চিনির ক্ষেত্রে খোলা ও প্যাকেটজাত এবং সাদা ও লাল পৃথক করে আলাদা আলাদা দাম দেখা যাবে। লবণের ক্ষেত্রেও খোলা ও প্যাকেটজাত আলাদা আলাদা দাম জানা যাবে। ডালের ক্ষেত্রে মশুর ডাল (বড় দানা, মাঝারি দানা, ছোট দানা), মুগ ডাল (সরু ও মোটা), এ্যাংকর ডালের পৃথক পৃথক ধরনের প্রতিদিনের দাম এখানে হালনাগাদ করা হচ্ছে।
এ ছাড়া আলুর ক্ষেত্রে ডায়মন্ড, লাল, হল্যান্ড এবং মিষ্টি আলুর দাম জানা যাবে। মশলার মধ্যে দেশি পেঁয়াজ, রসুন (দেশি ও আমদানি), কাঁচা মরিচ, শুকনা মরিচ (দেশি ও আমদানি), দেশি হলুদ, দেশি আদা, জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনিয়া এবং তেজপাতার প্রতিদিনের দাম এখানে জানা যাবে।
মাছ ও মাংস কেনার আগে এই অ্যাপ থেকে রুই, কাতলা, চিতল, বোয়াল, আইড়, সিলভার কার্প, গোল্ড কার্প, গ্রাস কার্প, ইলিশ (এক কেজির কম ওজন ও এক কেজির বেশি ওজন), পাঙ্গাস (চাষের ও নদীর), চিংড়ি (ছোট, মাঝারি, বড়), মলা, কাচকি, শোল, শিং (দেশি ও চাষের), মাগুর (দেশি ও চাষের), কই (দেশি ও চাষের), তেলাপিয়া, বাইম, টেংরা, টাকি, বাতাসী, শুলশা, গজার, পাবদা, চেউয়া, বেলে, পুটি, সর পুটি, রুপচাঁদা, পোয়া, কোরাল (লাল ও সাদা), সুরমা, রিটা, লইট্টা এবং গরু, মহিষ, খাসী, বকরি, মুরগী (কক/সোনালী, ব্রয়লার, দেশী, টার্কি), হাঁস (দেশি, রজহাঁস, চাযনা), কবুতর এবং কোয়েল পাখির প্রতিদিনের দাম জেনে নেয়া যেতে পারে।
এ ছাড়া, তরল দুধ, মুরগির ডিম (লাল, সাদা, দেশি), হাঁসের ডিম, কোয়েল পাখির ডিমের প্রতিদিনের দর এই অ্যাপে হালনাগাদ করা হচ্ছে। শাক ও সবজির মধ্যে পুঁইশাক, লাল শাক, কলমি শাক, পালং শাক, পাট শাক, কচু শাক, পটল, বেগুন (লম্বা ও গোল), বরবটি, জালি, মিষ্টি কুমড়া, কাঁচা পেপে, পাকা পেপে, টমেটো, লাউ (ছোট, মাঝারি, বড়), চিচিংগা, ঝিংগা, উচ্ছে/করলা, গাজর, ঢেড়স, লেবু (গোল, লম্বা, বাতাবি, কাগজি), ধনিয়া পাতা, কাঁচা কলা, শশা, ধুন্দল, কাকরোল, কচুর মুখি, সাতকরা এবং চুইঝালের প্রতিদিনের বাজারদর এই অ্যাপস থেকে জানা যাবে।
এর বাইরে ফলের মধ্যে পেয়ারা (কাজি ও দেশি), কাঁঠাল (ছোট, মাঝারি, বড়), আনারস, জাম্বুরা, জাম, বড়ই, আম (ফজলি, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, কাঁঠমিঠা, লক্ষ্মণভোগ, গোপালভোগ, হাড়িভাঙ্গা, গোবিন্দভোগ, ব্যানানা, কাটিমন, বারি-৪), আপেল (সবুজ ও ফুজি), মালটা (আমদানিকৃত ও দেশি), খেজুর (সাধারণ, মরিয়ম, আজওয়া), কমলা (দেশি, চায়না) লটকন, তেঁতুল, আনার/ডালিম, ডাব, নারকেল, কলা (সবরি, সাগর, চাপা), আঙ্গুর (লাল ও কালো) এবং ড্রাগন ফলের প্রতিদিনের দাম এই অ্যাপে হালনাগাদ করা হচ্ছে।
‘অন্যান্য’ ক্যাটাগরিতে এখন পর্যন্ত শুধুমাত্র জ্বালানী পণ্যের দাম হালনাগাদ করা হচ্ছে। এর মধ্যে এলপিজি গ্যাস (১২ কেজি, সাড়ে ১২ কেজি, ৩০ কেজি, ৩৫ কেজি), ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোলের প্রতিদিনের দাম এই অ্যাপস থেকে জানার সুযোগ রাখা হয়েছে।
যেভাবে এই অ্যাপটি ব্যবহার করবেন
গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করার পর ব্যবহারকারীর বিভাগ ও জেলা নিবন্ধন করতে হবে। এরপর ‘খাদ্যসামগ্রী’ কিংবা ‘অন্যান্য’ অপশন থেকে নির্দিষ্ট পণ্য সিলেক্ট করে প্রতিদিনের দাম জেনে নেওয়া যাবে। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে বাজারদর অ্যাপটি ডাউনলোড করা যাবে। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও অ্যাপটি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)