সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১


বিদেশে কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করল ব্র্যাক ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত:২৬ ডিসেম্বর ২০২৩, ১২:১২

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাইরে কার্ড দিয়ে নগদ বৈ‌দে‌শিক মুদ্রা তোলা বন্ধ করে দিয়েছে বেসরকা‌রি খা‌তের ব্র্যাক ব্যাংক।

সম্প্র‌তি ব্যাংক‌টির পক্ষ থে‌কে বিজ্ঞ‌প্তি দি‌য়ে গ্রাহক‌দের এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

এতে বলা হয়, ‘প্রিয় গ্রাহক, ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সব প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।’

বিজ্ঞ‌প্তি আ‌রো বলা হয়, ভ্রমণ কোটার ম‌ধ্যে পিওএস এবং ই-কমা‌র্সের মাধ্য‌মে যে কো‌নো বৈধ কেনাকাটা কর‌তে পার‌বে।

এ বিষয় ব্যাংকটির রিটেল ব্যাংকিং ইউনিটের এক শীর্ষ কর্মকর্তা জানান, ব্র্যাক ব্যাংক সবসময় ডি‌জিটাল লেন‌দেন ও ই‌লেকট্র‌নিক পে‌মেন্ট‌কে উৎসাহিত কর‌ছে। এছাড়া নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাং‌কের নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে ই‌লেকট্র‌নিক লেন‌দেন ও কেনাকাটা কর‌তে পার‌বে।

এর আ‌গে ডি‌জিটাল লেন‌দেন উৎসাহিত কর‌তে ব্যাংক‌টি দে‌শের বেত‌রে ক্রে‌ডিট কার্ড থে‌কে নগদ উত্ত‌লোন বন্ধ ক‌রেছিল।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

সোমবার ২৫ নভেম্বর ২০২৪