বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১


নিম্নমানের কাগজে বই ছাপানোর চেষ্টা

সরকার প্রেসের ১০ লাখ ফর্মার ৬০ হাজার বই জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৬

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিম্নমানের কাগজে বই ছাপানোয় সরকার প্রেস নামে একটি প্রতিষ্ঠানের ৬০ হাজার বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মনিটরিং টিম। প্রেসটি ঠিকানা গোপন করে ভিন্ন একটি ঠিকানায় অন্য একটি প্রেস থেকে নিম্নমানের এই বই ছাপাচ্ছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতের অভিযান চালিয়ে তাদের এসব বই জব্দ করা হয়।

জানা গেছে, গত রোববার এনসিটিবির একটি পরিদর্শন দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মাতুয়াইলের হাজি বাদশা মিয়া রোডে একটি প্রেসে অভিযান চালিয়ে মুদ্রিত ১০ লাখ ফর্মার ৬০ হাজার কপি বই জব্দ করে। পরে সেগুলো ধ্বংস করে পরিদর্শক টিম। সরকার প্রেস নামের প্রতিষ্ঠানটি টেন্ডারের শর্ত অমান্য করে তাদের ঠিকানা গোপন করে ভিন্ন একটি ঠিকানার প্রেস থেকে নিম্নমানের এই বই ছাপিয়ে তা উপজেলা পর্যায়ে সরবরাহ করার চেষ্টা করছিল। এরপর এনসিটিবির টিম সেখানে দেখতে পায় নিম্নমানের কাগজে ছাপা হচ্ছে প্রাথমিকের পাঠ্যবই। চলছিল বাইন্ডিংও।

এনসিটিবির উৎপাদক নিয়ন্ত্রক প্রফেসর আবু নাসের টুকুর নেতৃত্বে একটি পরিদর্শক টিম আকস্মিকভাবে সরকার প্রেসের ওই গোপন ঠিকানায় অভিযানে যায়। ওই প্রেসের মালিকের নাম দুলাল সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একচেটিয়া বই ছাপার কাজ পেয়েছিলেন। এবারও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৩ কোটি বই ছাপার কাজ পেয়েছেন তিনি।

জানা গেছে, এনসিটিবির টিম সেখানে গিয়ে দেখতে পায়, বিপুলসংখ্যক প্রেস কর্মচারী ও বাইন্ডিং কর্মচারী নির্দ্বিধায় নিম্নমানের কাগজে বই ছাপছেন। এনসিটিবিতে দেওয়া প্রেসটির ঠিকানা দেখানো হয়েছে মীরপাড়া, ঢাকা। কিন্তু আসল ঠিকানায় বই মুদ্রণের কাজ চলছে না। আর মাতুয়াইলের হাজি বাদশা মিয়া রোডে একটি প্রেসে গোপনে নিম্নমানের কাগজে বই ছাপা হচ্ছে।

এদিকে এনসিটিবির পক্ষ থেকে ওই প্রেসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে; যাতে নিম্নমানের কাগজে আর কোনো বই ছাপতে না পারে। একইসঙ্গে প্রেসে থাকা নিম্নমানের কাগজের রোলও জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, কড়া নজরদারি রাখলেও অতি গোপনে কিছু প্রেস মালিক নিম্নমানের কাগজে বই ছাপার পাঁয়তারা করছেন। কিছু প্রেস তাদের ঠিকানা বদল করে অন্য ঠিকানায় প্রেস বসিয়ে রাতের আঁধারেও নিম্নমানের কাগজে বই ছাপার চেষ্টা করছে। তবে আমাদের একাধিক মনিটরিং টিম এ বিষয়ে বেশ তৎপর রয়েছে। যারাই কোনো ধরনের চাতুর্যের আশ্রয় নেবে আমরা তাদেরকে চিহ্নিত করছি। ইতোমধ্যে বেশ কিছু প্রেসকে আমরা শাস্তির আওতায়ও নিয়ে এসেছি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২৩ ভোর
যোহর ১২:০৮ দুপুর
আছর ০৩:৫৭ বিকেল
মাগরিব ০৫:৩৬ সন্ধ্যা
এশা ০৬:৫৩ রাত

বুধবার ১৫ জানুয়ারী ২০২৫