মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১


মেডিকেল-বুয়েট-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্তরা সংবর্ধনা পাবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:১১

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেসব শিক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হবেন তাদের সংবর্ধনা দেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এই সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণের জন্য অধ্যক্ষদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠি অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্তরের মাদ্রাসা থেকে যেসব শিক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়/প্রকৌশল বিশ্ববিদ্যালয়/সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেসব শিক্ষার্থীদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সংবর্ধনা প্রদান করা হবে। সেজন্য তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে অধিদপ্তর।

এ জন্য একটি ছক দেওয়া হয়েছে। সে অনুযায়ী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়/প্রকৌশল বিশ্ববিদ্যালয়/সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য পাঠানোর জন্য অনুরোধ করেছে অধিদপ্তর। সেখানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাদ্রাসার নাম, ঠিকানা, বাবার নাম, মোবাইল নম্বর, ভর্তি রোল বা রেজিস্ট্রেশন নম্বর ও প্রতিষ্ঠানের নাম চাওয়া হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা আজ পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বুয়েটসহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সাথে পড়াশোনা করছে। মাদ্রাসা শিক্ষার প্রসার ও মেধাবীদের সম্মান এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য মহাপরিচালক এই উদ্যোগ নিয়েছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২০ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:১০ বিকেল
মাগরিব ০৫:৪৯ সন্ধ্যা
এশা ০৭:০৪ রাত

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫