বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে ১৭তম ব্যাচ ১ম সেমিস্টারে ভর্তিতে আবেদন চলছে। স্নাতকে ২.৫০ রেজাল্ট হলেই যেকোনো প্রার্থী এ কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অফিস থেকে এমন তথ্য জানানো হয়।
১৯ মাস মেয়াদি এ কোর্সে ভর্তির জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে এবং স্নাতকসহ সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৫০ থাকতে হবে। কোর্সে সরকারি-বেসরকারি পর্যায়ে চাকরিরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে (শনিবার-বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত) নগদ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি ২০২৫।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)