বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১


বৈসাবি উৎসব : এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৩৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আগামী ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন বৈসাবি উৎসব পড়ায় সূচি পরিবর্তনের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষাটি পেছানো হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, ১৩ এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে। তা ছাড়া, ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার সই করা এক বিজ্ঞপ্তিতে এসএসসির সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ১২ ডিসেম্বর প্রকাশিত পরীক্ষার সূচিতে ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫