সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২


শোভাযাত্রার নাম পরিবর্তন করায় শিক্ষার্থীদের ক্ষোভ, ব্যাখ্যা দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত:১৩ এপ্রিল ২০২৫, ১৪:৩৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষ্যে অনুষ্ঠিত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তারা আয়োজক কমিটির কাছে এই নাম পরিবর্তনের যৌক্তিক ব্যাখ্যা দাবি করেছেন।

রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টায় চারুকলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই অসন্তোষ প্রকাশ করেন। শোভাযাত্রা আয়োজনের দায়িত্বশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তারা উদ্বেগ জানান। তারা এও জানান, আলোচনার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের এই দ্বন্দ্বের সমাধানে তারা প্রস্তুত।

সংবাদ সম্মেলনে চারুকলার প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষার্থী জাহরা নাজিফা বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের কোনো পরামর্শ ছাড়া নেওয়া হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। কিছু পক্ষ নামটি পরিবর্তনের পেছনে রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করাচ্ছে, যা ইতিহাসসন্ধানী নয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে বৈশাখের পর, জুলাইয়ে। কাজেই ‘মঙ্গল’ শব্দটিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করাটা ভুল।

নাজিফা অভিযোগ করেন, যে সিনেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে, সেখানে আমাদের কোনো প্রতিনিধিত্ব ছিল না। অথচ এই আয়োজনে শিক্ষার্থীরাই মুখ্য ভূমিকা পালন করে থাকে।

তিনি আরও বলেন, শোভাযাত্রার মোটিফ তৈরির দায়িত্ব শিক্ষার্থীদের কাছ থেকে সরিয়ে নিয়ে তা এখন শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এটিকে দুই ক্রেডিটের কোর্স হিসেবে চালু করা হয়েছে। এ সিদ্ধান্তও শিক্ষার্থীদের মতামত ছাড়াই নেওয়া হয়েছে।

প্রাক্তন শিক্ষার্থী জাহিদ জামিল বলেন, সম্প্রতি আয়োজকদের সঙ্গে আমাদের বৈঠকে ডিন বলেছিলেন, নাম অপরিবর্তিত রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু পরে অজুহাত দেখিয়ে নাম বদলে ফেলা হয়েছে, যা অপ্রত্যাশিত।

শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন, নববর্ষের আয়োজনে সবাই অংশ নেবেন। তবে তারা দাবি করেন, ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে হবে এবং একটি যৌথ নীতিমালা তৈরি করতে হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:২১ ভোর
যোহর ১১:৫৯ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬:২৩ সন্ধ্যা
এশা ০৭:৩৮ রাত

সোমবার ১৪ এপ্রিল ২০২৫