সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


এইচএসসি পরীক্ষার খাতায় শিক্ষার্থীকে দিয়ে বৃত্ত ভরাট, পরীক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১৩:২৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানোর অভিযোগে এক পরীক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বিষয়টি ভিডিওচিত্রসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত পরীক্ষকের নাম মোহাম্মদ হামিদুর রহমান। তিনি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ইব্রাহিম খাঁ সরকারি কলেজের প্রভাষক এবং পরীক্ষক কোড–২১৩৪–এ দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিয়ে সোমবার (১৮ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের কক্ষে শুনানি অনুষ্ঠিত হয়।

এরপর অভিযুক্ত শিক্ষক তার অভিযোগের ব্যাপারে সদুত্তর দিতে না পারায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

এতে বলা হয়, পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি, এমনকি শিক্ষার্থী বা পরিবারের সদস্যকে দিয়েও বৃত্ত ভরাট করানো শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যকলাপের মাধ্যমে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

নোটিশে অভিযুক্ত পরীক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এ ঘটনায় অবগতির জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব এবং বোর্ড চেয়ারম্যানের একান্ত সচিবকে অনুলিপি পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

সোমবার ১৮ আগস্ট ২০২৫