মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


ডাকসু নির্বাচন: মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিলের সময় বাড়ল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ,ঢাবি

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ১৩:১৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিলের জন্য একদিন করে সময় বৃদ্ধি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আরও লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র সংগ্রহের সময় এক দিন বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে। একইসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

ফজিলাতুন্নেছা মুজিব হলে বিশৃঙ্খলার বিষয়ে তদন্ত কমিটি গঠন

ফজিলাতুন্নেছা মুজিব হলে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন সংগ্রহ করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, ছাত্রদলের ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রদলের কয়েকজন নেত্রী মনোনয়ন সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় নির্ধারিত সময় পার হয়ে যায় এবং উপস্থিত হলের কয়েকজন ছাত্রী ‘মনোনয়ন সংগ্রহ করতে পারবে না’ বলে বিশৃঙ্খলা করেন। পরে তারা মনোনয়ন না নিয়ে হল ত্যাগ করেন।

এ বিষয়ে সন্ধ্যা ৭টায় মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সংবাদ সম্মেলন করে। তারা দাবি করেন বিশৃঙ্খলায় জড়িত শিক্ষার্থীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার।

বিষয়টি তদন্ত করার জন্য সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, নৃবিজ্ঞান বিভাগ, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, সহকারী প্রক্টর, ও আতিয়া সানজিদা শর্মী, সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়।

কমিটিকে মনোনয়ন পত্র বিতরণের শেষ মূহূর্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা যাচাই, মূল্যায়ন ও সুপারিশ প্রদানের জন্য বলা হয়।

তদন্ত কমিটিকে ১৯ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জরুরি ভিত্তিতে সুপারিশ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫