মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তনে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ১৩:৪৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন বা ট্রান্সফারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। একইসঙ্গে চলতি আগস্ট মাসের ৩১ তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সৃষ্ট সমস্যার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা হবে বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

সম্প্রতি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ আসাদুল হকের সই করা একটি চিঠিতে এসব বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের মাদ্রাসায় অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করে আসছে সরকার। তবে নানা কারণে অনেক শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করে। যেমন—অষ্টম শ্রেণি শেষে নবম শ্রেণিতে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অথবা টিসি নিয়ে অন্য স্কুল-কলেজে চলে যাওয়া। এসব ক্ষেত্রে শিক্ষার্থীর উপবৃত্তি সংক্রান্ত তথ্য সঠিকভাবে হালনাগাদ করতে হবে ‘এইচএসপি-এমআইএস’ সফটওয়্যারে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের hsp.pmeat.gov.bd/HSP-MIS/login লিংকে প্রবেশ করে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ‘উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী’ মেন্যু থেকে ‘শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সঠিকভাবে বদলি করা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে ট্রান্সফার সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে সফটওয়্যারে লগইন করার নিয়মাবলিও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এখন থেকে লগইন করার সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে একটি ওটিপি (ওটিপি) যাবে, যা ব্যবহার করে প্রবেশ করতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে বা মেয়াদ শেষ হয়ে গেলে লগইন পেজের ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করার সুযোগ থাকবে।

তবে পাঁচবারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন করতে চেষ্টা করলে ব্যবহারকারীর আইডি এক ঘণ্টার জন্য লক হয়ে যাবে। আবার পাঁচবারের বেশি ভুল ওটিপি দিলে ইউজার স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। সেক্ষেত্রে পুনরায় লগইন করার সুযোগ থাকবে না।

এই চিঠি সারাদেশের উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়ে নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএস /সীমা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫