মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি শিবির সভাপতি

মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতী আচরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ,ঢাবি

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ১৬:২৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) মনোনয়নপত্র সংগ্রহের জন্য হঠাৎ করে একদিন সময় বাড়ানোকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের পক্ষপাতী আচরণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) ডাকসু মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং আজকে তা জমা দিয়েছি। কিন্তু গতকাল থেকে কয়েকটি বিষয় দুঃখজনকভাবে লক্ষ্য করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে একদিন মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়াল। এটি স্পষ্টত একটি নির্দিষ্ট দলের প্রতি তাদের পক্ষপাতী আচরণ।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল যে তারা যেই তারিখ ঘোষণা করবেন, সেই তারিখ মেইনটেইন করে শিক্ষার্থীদের রায়কে প্রতিফলিত করবেন। কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই সরাসরি সময় বাড়িয়ে দেওয়া— যখন বাকিরা মনোনয়নপত্র জমা দিয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে— তা নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত নেওয়ার সামগ্রিক সুবিধা দেওয়া ছাড়া আর কিছুই নয়। এটা অত্যন্ত দুঃখজনক।

এস এম ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসন বিশেষ করে প্রক্টর থেকে শুরু করে প্রভোস্ট ও বিভিন্ন কমিটিকে নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ দেখছি। চব্বিশ-পরবর্তী সময়ে আমরা শিক্ষকদের কাছ থেকে এমন সাড়া চাই, যা সব শিক্ষার্থীর জন্য সমান হবে। আগামীতে এ ধরনের পক্ষপাতমূলক আচরণ চাই না।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫