মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


২৮ পদে লড়তে চান ৬৫৮ প্রার্থী, মনোনয়ন সংগ্রহের শেষ দিনে জমা পড়ল ১০৬ ফরম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ,ঢাবি

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ১৮:৫১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ। ২৮টি পদের জন্য লড়বেন মোট ৬৫৮ জন প্রার্থী, যার মধ্যে ফরম সংগ্রহের শেষ দিন অর্থাৎ আজ ১০৬ জন ফরম জমা দিয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, শিক্ষার্থীরা আজকে ৯৩টি ফরম সংগ্রহ করেছে। এতে মোট বিক্রি হয়েছে ৬৫৮টি ফরম, তবে হল সংসদে কতটি ফরম বিক্রি হয়েছে তা জানা যায়নি।

সর্বশেষ তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এরপরই স্পষ্ট হবে কোন পদে, কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট, আর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পরের দিন। ভোট গ্রহণের দিন নির্ধারিত হয়েছে ৯ সেপ্টেম্বর।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেছেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই মনোনয়ন সংগ্রহ করেছেন। কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া যায়, তবে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫