সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২


বড় দায়িত্বের মুখে পদ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ নই: ঢাবি ভিসি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ,ঢাবি

প্রকাশিত:২৪ আগষ্ট ২০২৫, ১৭:৪৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বহুমুখী, অভ্যন্তরীণ ও বহিঃস্থ চ্যালেঞ্জ আছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, এই মুহূর্তে এমন কোনো বিশাল চাপ আমার ওপর আছে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আছে— সেটি আমরা বলছি না।

আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে যমুনা টেলিভিশনের একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, সেজন্য এই ধরনের কাজে (নির্বাচন আয়োজনে) চ্যালেঞ্জ থাকবে। এজন্যই প্রতিবছর ডাকসু নির্বাচন হয়নি, এমনকি সব প্রশাসন এ ব্যাপারে এগিয়েও আসেনি। মূলত ব্যাপক ছাত্রদের মধ্যে যে সমর্থন আছে এবং পুরা দেশজুড়ে ডাকসুর ব্যাপারে যে গভীর আগ্রহ আছে, সেই সাহসকে কেন্দ্র করে আমরা সবাইকে নিয়ে মাঠে নেমেছি এবং আমরা অংশীজনদের সঙ্গে ব্যাপক কনসালটেশন করেছি।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়াতে এককভাবে একটি দফতর, একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানও এই জাতীয় একটি বিশাল কর্মযজ্ঞ—যেটি একটি বিশ্ববিদ্যালয়ের কাজ। কিন্তু এটি জাতীয় পর্যায়ে তার গুরুত্ব রাখে। তাই এরকম একটি কাজ কারও পক্ষেই, কোনো নির্দিষ্ট দফতরের পক্ষেও এককভাবে করা সম্ভব না। অতএব আমাদের সর্বত্র সহযোগিতা দরকার।

ঢাবি উপাচার্য বলেন, এখন সবার থেকে এই সহযোগিতা আমি পাচ্ছি কি পাচ্ছি না। কোন কোন ক্ষেত্রে আমার সহযোগিতা আরও বেশি দরকার। যেটাকে আমি প্রতীকী অর্থে বলেছি যে, আপনি আমার হাত ধরে আছেন কিনা। আমি কিছুই লুকাবো না। সবকিছু আমি পরিষ্কারভাবে সবাইকে জানিয়ে, পুরো জাতিকে সাথে নিয়ে এই উদ্যোগটাতে আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে তথ্যের আদান-প্রদান থাকবে।

তিনি আরও বলেন, আমরা নিয়মিতভাবে কার্যত ইলেকশন কমিশনের অধীনে কাজ করছি। ইলেকশন কমিশনকে আমি অনুরোধ করেছি, তারা যেনো নিয়মিতভাবে সবাইকে তথ্য দেয়। সাংবাদিকদের মাধ্যমে সবাই যেনো জানতে পারেন। সম্ভব হলে প্রতিদিনই আপডেট দেয়া হোক।

আমি কোন পর্যায়ে কোন তথ্য লুকাই না, সবসময় যেনো বলতে থাকি, সেটি নিশ্চিত করতে চাই। সবাইকে নিয়ে কাজটা করতে চাই। এবং এটি একটি বড় মাপের চ্যালেঞ্জের কাজ। এটি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।

দায়িত্ব ছেড়ে কখনো পালিয়ে যাবেন না উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, ব্যক্তিগতভাবে আমি বড় দায়িত্বের মুখোমুখি হয়ে পদ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ না। আমি যথাসময়ে আমার সিদ্ধান্ত নেবো। এই মুহূর্তে আমি আল্লাহর নামে এবং আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে একটি বড় চ্যালেঞ্জ ইলেকশন কমিশনের সহযোগিতায় মোকাবেলা করছি।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৮ সন্ধ্যা
এশা ০৭:৪৩ রাত

সোমবার ২৫ আগস্ট ২০২৫