শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে নতুন কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
মাফরুহী সাত্তার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, নির্বাচন চলাকালে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়লেও নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছি। তবে নির্বাচনের নানা অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে আমি কমিশনের সদস্যপদ থেকে পদত্যাগ করলাম।
নির্বাচন কমিশনের অসহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে বিতর্কিত করা হয়েছে। এসব ত্রুটি দূর করতে যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছিল, তার কোনোটিই গ্রহণ করা হয়নি।
তিনি আরও বলেন, আজ প্রধান নির্বাচন কমিশন একটি সভা ডেকেছেন। সভায় নির্বাচন নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর প্রতি দৃষ্টিপাত দিয়ে ভোট গণনা আপাতত স্থগিত রাখার ব্যাপারে মতামত দিলেও তারা ভোট গণনা শুরু করে। এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশনে আমার দায়িত্ব পালন করা সম্ভব নয়, তাই পদত্যাগ করছি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)