সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২


জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষকদের সিপিডি প্রশিক্ষণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কলেজে পাঠদানরত শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছিল ‘কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি)’ প্রশিক্ষণ কর্মশালা। কিন্তু এর ষষ্ঠ ব্যাচের ফেইস-টু-ফেইস প্রশিক্ষণ কর্মশালা অসংগঠিত পরিস্থিতির কারণে স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণ পাস ও সম্মান স্নাতক, এবং স্নাতকোত্তর স্তরের অধ্যাপকদের জন্য জেলা পর্যায়ে আয়োজন করা হয়েছিল। সেপ্টেম্বরে কক্সবাজার ও পার্শ্ববর্তী জেলার কলেজগুলোর শিক্ষক অংশগ্রহণ করবেন বলে পরিকল্পনা ছিল। পাঁচ দিনের এটি একটি সরাসরি (ফেস টু ফেস) প্রশিক্ষণ হওয়ার কথা ছিল।

তবে অনিবার্য কারণে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ব্যাচটি শুরু করা যাবে না। বিশ্ববিদ্যালয় বলেছে, স্থগিতের পর পরবর্তী সময়ে সময়সূচিসহ নতুন বিজ্ঞপ্তি দেওয়া হবে।

শিক্ষক প্রশিক্ষণ দফতরের অফিসিয়াল ফেসবুক পেজ এবং তথ্যসেবা নম্বরে যোগাযোগের মাধ্যমে নতুন সময়সূচি জানানো হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৮ ভোর
যোহর ১১:৫৪ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬.০৬ সন্ধ্যা
এশা ০৭:১৯ রাত

সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫