বৃহঃস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
ছবি : সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার ২০২৫ সালের ফল প্রকাশিত হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার ৫৭ দশমিক ১২ শতাংশ।
(১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। পাসের হার ৫৭ দশমিক ১২ শতাংশ। ছাত্রদের মধ্যে পাসের হার ৫২ দশমিক ১৭ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে ৬১ দশমিক ৪৫ শতাংশ।
এবারের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৬৩ হাজার ২১৯ জন পরীক্ষার্থী। মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী ও কারিগরি বোর্ডে পেয়েছেন ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬০৮টি কেন্দ্রে ৪ হাজার ৭৮২টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)