বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে রেজিস্ট্রার প্রফেসর ড. শাহ সামিউর রশিদ এবং পিএইচপি মটরস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসির করিম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিয
উসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের শিক্ষার্থীদের ইন্টার্ন করা, গবেষণা, ওয়ার্কশপসহ বিভিন্ন সুবিধা দেবে দেশের খ্যাতিমান শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি’র পিএইচপি মটরস, পেরেডুয়া মটরসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ বিষয়ে পিএইচপি মটরস এর সাথে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চের একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
আজ ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকার বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ এর হলরুমে চুক্তি স্বাক্ষর হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাই কমিশনার মোহা. সুহাদা ওথমান। আরও উপস্থিত ছিলেন পিএইচপি মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইনসাইট ইন্সটিটিউট অব লার্নিং এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরিফুল বারী মজুমদার, ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. কুশাইরি বিন রাজুদ্দিন এবং পিএইচপি ও ইউসিএসআই ইউনিভার্সিটিরি উর্ধতন কর্মকর্তা, ডিন এবং ফ্যাকাল্টিগণ।
প্রধান অতিথি এবং দুই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে রেজিস্ট্রার প্রফেসর ড. শাহ সামিউর রশিদ এবং পিএইচপি মটরস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসির করিম।

ইউসিএসআই ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুশাইরি স্বাগত বক্তব্যে ইউনিভার্সিটির একাডেমিক এক্সিলেন্স তুলে ধরেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই প্রতিষ্ঠানই লাভবান হবে বলে আশা করেন তিনি।
পিএইচপি মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ তার বক্তব্যে বলেন, এই সমঝোতা স্মারক ইউসিএসআই ইউর্নিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন দ্বার খুলে দেবে। ইউনিভার্সিটির সঙ্গে থাকতে পেরে পিএইচপি ফ্যামিলিও গর্বিত বলে জানান তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের সহযোগিতা করাকে তিনি দায়িত্ব মনে করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার মোহা. সুহাদা ওথমান বলেন, শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ও পারদুয়া মটরসের সাথে ইউসিএসআই ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। উভয় প্রতিষ্ঠানের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এই পদক্ষেপ নিসন্দেহে সুফল বয়ে আনবে। তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে শাখা ক্যাম্পাস চালু করায় এ দেশের শিক্ষার্থীরা দেশে থেকেই বৈশ্বিকমানের শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)