শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৭ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৩০

ফাইল ছবি

ফাইল ছবি

২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষা শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এসব তথ্য জানায়। পরীক্ষা–সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুটিন অনুযায়ী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৩ মে। ২২ ফেব্রুয়ারি ইসলামিক স্টাডিজ/অ্যাপ্লাইড হোম ইকোনমিকস/ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা।

কলেজের অধ্যক্ষরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। বিতরণের আগে নির্ধারিত স্থানে কলেজের অধ্যক্ষ স্বাক্ষর/ফ্যাক্সিমিলি করবেন। পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রবেশপত্র বিতরণের কাজ করতে হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪