বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


জবিতে সপ্তাহে ৪ দিন সশরীরে ক্লাস ও পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৪, ১৪:৪৫

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার (৫ মে) থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সপ্তাহে ৪ দিন সশরীরে ক্লাস পরীক্ষা হবে। তবে প্রতি সপ্তাহের মঙ্গলবার শুধু অনলাইনে ক্লাস হবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম।

তিনি বলেন, আশা করা হচ্ছে আবহাওয়া আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমে আসবে। অনেক বিভাগের পরীক্ষা থেমে আছে। শিক্ষার্থীদের সেশনজট রোধে সপ্তাহে ৪ দিন সশরীরে ক্লাস ও পরীক্ষা হবে। তবে মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে। আগামী রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে অফিস টাইম কমিয়ে আনা হয়েছে বলে জানান তিনি। রেজিস্ট্রার বলেন, সশরীরে ক্লাস পরীক্ষার দিনে অফিস সময় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে।

তবে যেসব বিভাগ শীতাতপ নিয়ন্ত্রিত নয় সেসব বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হলে শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুমে আছে এমন বিভাগের সাথে সমন্বয় করে ওই বিভাগের পরীক্ষা নিতে বিভাগীয় চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪