বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


শিক্ষার্থীদের 'যাতায়াত' সুবিধার্থে বন্ধ ক্যাম্পাসে বাস দিলো কুবি

কুবি প্রতিনিধি

প্রকাশিত:১৪ মে ২০২৪, ১৭:৩৭

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ থাকলে শিক্ষার্থীদের টিউশন ও অন্যান্য প্রয়োজনে যাতায়াতের কথা বিবেচনায় ২টি বাস চলাচলের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ মে) কুবির পরিবহন পুলের সেকশন অফিসার মো: জাহিদুল আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

জাহিদুল আলম জানান, 'ক্যাম্পাস থেকে বিকাল ৫টায় কান্দিরপাড়ের উদ্দেশ্যে বাস দুইটি ছাড়বে। একটি পুলিশ লাইন অভিমুখে কান্দিরপাড় যাবে এবং অন্যটি টমছম ব্রিজ অভিমুখে কান্দিরপাড় যাবে। তাছাড়া রাত সাড়ে ৮টায় কান্দিরপাড় হতে স্ব স্ব রুটে ক্যাম্পাসে ফিরবে।'

বন্ধ ক্যাম্পাসে বাস সার্ভিসের ব্যাপারে জাহিদুল আলম বলেন, 'শিক্ষার্থীরা বিভিন্ন কারণে শহরে যাতায়াত করে। যাতায়াতে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি চলমান থাকবে।'

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল এক জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

বৃহঃস্পতিবার ২১ নভেম্বর ২০২৪