বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


সপ্তম দিনের মতো কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি

প্রকাশিত:১৪ মে ২০২৪, ১৯:৫৮

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ আইনুল হক বলেন, “গত ১৯ ফেব্রুয়ারি এবং ২৮ এপ্রিলের ঘটনার প্রতিবাদে আমাদের এক দফা দাবি আদায় না পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়েই আমরা আজকে এ আন্দোলনের পর্যায়ে এসেছি।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বার্থ না দেখে তিনি তার নিজের স্বার্থের কথা ভেবে বিভিন্নভাবে শিক্ষক, শিক্ষার্থীদের নামে অপপ্রচার চালাচ্ছেন। আমি অনুরোধ করব, তিনি এমন অপপ্রচার থেকে বিরত থাকবেন এবং সরকারের যে উচ্চ পর্যায় আছে তারা উদ্যোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু করবেন।”

উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে সোমবার (৬ মে) থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪