বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশে পদযাত্রা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত:১৪ জুলাই ২০২৪, ১২:৫৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবি আদায়ের জন্য পূর্বঘোষিত গণপদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও প্রদান করবেন আন্দোলনকারীরা।

রোববার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে গ্রন্থাগারের সামনে বেলা ১১টার আগে থেকেই ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন আন্দোলনরত ছাত্ররা।

গণপদযাত্রায় অংশ নিতে আসা ঢাবি শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা আজ রোববার (১৪ জুলাই) গ্রন্থাগারের সামনে একত্রিত হচ্ছি। সবাই এসে উপস্থিত হলেই আমরা আমাদের কর্মসূচি শুরু করবো।

এর আগে সকাল ৯টা থেকেই এখানে জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে গণপদযাত্রা শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি বাহাদুর শাহ পার্কের সামনে দিয়ে, জজকোর্ট এলাকা হয়ে, রায়সাহেব বাজার মোড়, তাতিবাজার মোড় হয়ে জিরো পয়েন্ট মোড় অভিমুখে যাত্রা করে। জিরো পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা মিছিলের সঙ্গে একত্রিত হয়ে বঙ্গভবনের দিকে যাবেন তারা। এরপর সেখানে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিবেন শিক্ষার্থীরা।

আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক মেহেরুন্নেসা নিদ্রা বলেন, সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণ পদযাত্রা শুরু করেছি। আমরা সেখানে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেব। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪