শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১
টালিউড অভিনেতা শ্রীতেজ। কাজ করেছেন দক্ষিণী ছবি ‘পুষ্পা’তে। সেই শ্রীতেজের নামে এবার গুরুতর অভিযোগ। জানা গেছে, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে এক ঘরে থেকেছেন বহুদিন ধরেই। শুধু তাই নয়, সেই নারীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা!
শ্রীতেজের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে এক নারীর সঙ্গে মিথ্যে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। দিয়েছিলেন বিয়ের প্রতিশ্রুতিও। আর এই প্রতিশ্রুতিকে হাতিয়ার করে অভিনেতা নিজের ব্যক্তিগত কাজের জন্য সেই নারীর থেকে ২০ লাখ টাকা নেন। এখনও পর্যন্ত সেই টাকার এক পয়সাও ফেরত দেননি শ্রীতেজ।
ভুক্তভোগী সেই নারীর অভিযোগ সূত্রে জানা যায়, এক বিবাহিত নারীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন শ্রীতেজ। তবে এই প্রথমবার নয়, চলতি বছরের এপ্রিল মাসেও নাকি তিনি অভিনেতার বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেছিলেন।
কিন্তু তখন শ্রীতেজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। কিন্তু তেমনটা না ঘটায় আবার নতুন করে অভিযোগ দায়ের করেন সেই নারী।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত শ্রীতেজ ও সেই নারী বিগত কয়েক মাস থেকে একসঙ্গে থাকছিলেন। তারপর তিনি এই অভিযোগ করেন। এদিন শ্রীতেজের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী। পরে সেটিকে কুকাতপল্লি থানায় হস্তান্তর করে দেওয়া হয়। সেখানে ধর্ষণ ও অর্থ প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিয়ে এখন তদন্ত চলমান।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)