শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
বিবেক ওবেরয়, বলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন। একটা সময়ে একের পর এক হিট সিনেমায় অভিনয় করলেও বর্তমানে ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকেন তিনি।
এরই মাঝে কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারের অভিনেতা তার জীবনের কঠিন দুঃসময়ের গল্প শেয়ার করেছেন। যেখানে বিবেক জানান, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার ভালোবাসার মানুষ। সেই যন্ত্রণা আজও মেনে নিতে পারেননি তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে, বিবেক তার শৈশবের প্রেমিকার গল্প শেয়ার করেছেন। অভিনেতা জানান, যখন প্রেমে পড়েছিলেন সেই সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর। অন্যদিকে, প্রেমিকার বয়স ছিল ১২ বছর। দু’জনে জমিয়ে ডেটিংও করতেন।
শুধু তাই নয়, অতটুকু বয়সেও তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, ভবিষ্যৎ একসঙ্গে কাটাবেন। কিন্তু, যখন তার বান্ধবীর ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন, এক মুহূর্তে থমকে গিয়েছিল সবকিছু। অভিনেতা বলেন, ‘ও আমার জীবনের প্রথম প্রেম। আমার ছোটবেলার বান্ধবী। আজও ভুলতে পারি না সেই মৃত্যু।’
বিবেকের কথায়, ‘যখন আমার বয়স ১৮ এবং তার বয়স মাত্র ১৭ বছর। আমরা ভেবেছিলাম এবার সম্পর্কের কথা সকলকে জানাব। আমরা একসঙ্গে কলেজে যাব। বিয়ে করব, বাচ্চা হবে। আমরা মনে মনে জীবনের সবটা পরিকল্পনাও করেছিলাম।’
তবে ভাগ্যের নির্মম পরিহাস, বান্ধবীর আকস্মিক মৃত্যুতে বিবেকের জীবন তছনছ হয়ে যায়। তিনি বলেন, ‘আমি একদিন তাকে বারবার ফোন করার চেষ্টা করতে থাকি। কিন্তু সে রিসিভ করছিল না। তবে ও আমাকে আগে একবার বলেছিল যে শরীরে একটু অস্বস্তি হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো সেরকম কিছু নয়। আমি সেই সময় তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারিনি। পরে আমি ওর ভাইকে ফোন করে জানতে পারি, সে হাসপাতালে ভর্তি।’
খবর পেয়ে এক মুহূর্ত অপেক্ষা করেননি বিবেক। পাঁচ থেকে ছয় বছর সম্পর্কে থাকা সেই স্বপ্নের মেয়েকে হারিয়ে ফেলেছিলেন অভিনেতা। যা মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছিল তার পক্ষে। অসুস্থ হওয়ার দু’তিন মাসের মধ্যে মারা যান বিবেকের বান্ধবী। অভিনেতার কথায়, ‘আজও ভুলতে পারিনি আমার প্রথম প্রেমকে।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)