শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১


জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই: মনোজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:২০

ফাইল ছবি

ফাইল ছবি

বছর শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’। মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমা চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া জয়ার দ্বিতীয় ছবি।

আগামীকাল প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগেই বুধবার (২৫ ডিসেম্বর) ছিল নকশী কাঁথার জমিন-এর প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা।

তাদেরই একজন অভিনেতা অভিনেতা ও শিক্ষক মনোজ প্রামানিক। অভিনয়শিল্পীদের সঙ্গে বসে জয়ার সিনেমা উপভোগ করার পর নিজের মনের সুপ্ত বাসনার কথা জানিয়েছেন তিনি। মনোজ জানান, জীবনে জয়া আহসানের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে চান তিনি।

ছবির প্রিমিয়ার শেষে এক ফেসবুক স্ট্যাটাসে জয়ার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেতা। যেখানে তিনি লেখেন, ‘জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই।’

এরপর সিনেমর প্রশংসায় তিনি বলেন, দারুন আরেকটা সিনেমা দেখলাম আজ। আকরাম খানের 'নকশী কাঁথার জমিন'। একটি পরিবার, একটি দেশ, একটি ইতিহাস, একটি গল্প। অভিনয়ে যারা আছেন তাদেরকে ছবিতে দেখেই বুঝতে পারছেন। প্রথম মূহুর্ত থেকেই মন কেড়ে নিয়েছেন তারা। একবারও অন্য দিকে যায় না মনোযোগ। কী সাবলীল পরিচালক আকরাম খানের গল্প বলার ধরণ। কোনো তাড়া নেই কিন্তু গল্প এগিয়ে চলছে। বরকত হোসেন পলাশের এর নিখুঁত দৃশ্য ধারণে মুগ্ধ হলাম আবারো। প্রতিটি শট যেমন সুন্দর তেমনি গল্প বলে নিপুণভাবে। টিমকে শুভকামনা। চলেন সবাই মিলে দেখি সিনেমাটা।

‘নকশী কাঁথার জমিন’ সিনেমায় জয়া আহসান ছাড়াও তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। অন্যান্য চরিত্রে আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১৭ ভোর
যোহর ১১:৫৯ দুপুর
আছর ০৩:৪৩ বিকেল
মাগরিব ০৫:২২ সন্ধ্যা
এশা ০৬:৪০ রাত

শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪