বুধবার, ৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
স্পাইডারম্যান হিসেবে পরিচিত হলিউডের টম হল্যান্ড। মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যানকেই বিয়ে করছেন তিনি। যিনি জেনডেয়া নামে পরিচিত।
ইতিমধ্যে নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে টম এবং জেনডেয়ার বাগদান পর্ব সম্পূর্ণ করেছেন দুই তারকা।
ক্রিসমাসের সময় আমেরিকায় পরিবারের সাথে সময় কাটান দুই তারকা। সেখানেই জেনডেয়াকে মনের খবর জানান টম। ইতোমধ্যে বাগদানও সেরেছেন বলা হচ্ছে।
যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেননি হলিউড তারকারা। কিন্তু রোববার ৮২তম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে জেনডিয়ার আঙুলে দেখা গিয়েছে নতুন ঝলমল হিরের আংটি।
২০১৬ সালে স্পাইডারম্যান ছবির সেটে প্রথম সাক্ষাৎ টম-জেনডেয়ার। বছর চারেক পরে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায় দুজনকে। এরপর থেকেই বিয়ে ও বাগদান নিয়ে খবর ছড়ানো শুরু হয়। উল্লেখ্য, ক্রিস্টোফার নোলানের আগামী ছবি ‘ওডিসি’তে একসাথে দেখা যাবে টম হল্যান্ড এবং জেনডেয়াকে।
# মির্জা সাইমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)