বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১


বলিউডে রাভিনা ট্যান্ডনের মেয়ে, নায়ক কালো ঘোড়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৮ জানুয়ারী ২০২৫, ১৩:৩২

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি। ‘আজাদ’ নামের একটি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। ছবির নায়ক কালো রঙয়ের একটি ঘোড়া। কেননা নামভূমিকায় রয়েছে ঘোড়াটি।

ভারতে প্রাক্‌–স্বাধীনতার পটভূমিতে নির্মিত হচ্ছে সিনেমাটি। আজাদ নামের ঘোড়াটিকে কেন্দ্র করে এগিয়ে যাবে গল্প। গত সোমবার মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে ছিল ‘আজাদ’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাশা ছাড়াও ছবির অন্য অভিনয়শিল্পীরা।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন ও ডায়ানা পেন্টি। রাশা ছাড়াও রয়েছে আরেক নবাগত আমান দেবগন। সম্পর্কে অজয়ের ভাগনে। বি-টাউনে তারও হাতেখড়ি হচ্ছে এ ছবি দিয়ে।

নবীনদের পরিচয় করিয়ে দিতে গিয়ে অজয় বলেন, ‘“আজাদ” ছবির মাধ্যমে আমরা দুজন নবীন তারকাকে পেতে যাচ্ছি। একজন আমান, আরেকজন আমার সহ–অভিনেতা রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি। আমার মতে, দুই বাচ্চাই ভালো প্রস্তুতি নিয়েছে। ওরা ভালো কাজ করেছে। ওরা দুজনই প্রতিভাবান। আমি সব সময় আমানকে বকাবকি করতাম। মনে হতো, ও যত পরিশ্রম করুক, তা যথেষ্ট নয়। আসলে আজকালকার দর্শক এতটুকু দয়া দেখান না বলে আমি মনে করি। তাই অভিনেতারা যতই পরিশ্রম করুক না কেন, তা যেন কম মনে হয়। এ প্রজন্মের অভিনেতাদের ওপর এটা অনেক বড় চাপ। আমাদের সময় এই চাপটা ছিল না। তখন দর্শক আমাদের ভুলত্রুটিকে ক্ষমা করে দিতেন।’

আমান বলেন, ‘অজয় দেবগনজির সঙ্গে শুটিংয়ের সময় আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু পরে উনি আমাকে অনেক সাহায্য করেছিলেন। ওনার কারণেই আমি শেষ পর্যন্ত কাজটা করতে পেরেছি।’

রাশার ভাষ্য, ‘আজাদ ছবির কারণে সোশাল মিডিয়ায় প্রচুর ভালোবাসা পাচ্ছি। এটা এই ছবির টিমেরই অবদান। টিমের প্রত্যেকে শুটিংয়ের সময় আমাকে সাহায্য করেছিলেন।’

১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ঘোড়া নিয়ে নির্মিত এ ছবি। পরিচালক অভিষেক কাপুর। ট্রেলার অনুষ্ঠানে সবার সঙ্গে উপস্থিত ছিল ঘোড়াটি। সবার মনোযোগও ছিল পশুটির দিকে। ঘোড়াটিকে মঞ্চে আনতেই জমে যায় অনুষ্ঠান।

# মির্জা সাইমা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২১ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৩:৫০ বিকেল
মাগরিব ০৫:২৯ সন্ধ্যা
এশা ০৬:৪৬ রাত

বৃহঃস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫