বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে তৃপ্তি দিমরিকে চিনেছেন দর্শক। হাতের মুঠোয় এসেছে জনপ্রিয়তা। যে ছবির সাফল্যকে পুঁজি করে একের পর এক ছবিতে মুখ দেখাচ্ছেন অভিনেত্রী এবার সেই ‘অ্যানিমেল’-এর কারণে বড় ক্ষতি হলো। বাদ পড়লেন ‘আশিকি’ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি থেকে।
ছবির নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগের দুই ছবির অভিনেত্রী, অর্থাৎ অনু আগরওয়াল ও শ্রদ্ধা কাপূরের মুখে ছিল সারল্যের ছাপ। তৃপ্তির মুখও অনেকটা তেমনই। তাই প্রাথমিক ভাবে তাকে ভাবা হয়েছিল এ চরিত্রের জন্য।
কিন্তু গত দুই বছরে একের পর এক ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তৃপ্তি। তাই তাকে সহজসরল নায়িকার চরিত্রে দর্শক গ্রহণ করবে না বলে মনে করছেন নির্মাতারা। তবে শুধু যে তৃপ্তি পড়েছেন তা কিন্তু না, ছবিটির কাজও বন্ধ রাখা হচ্ছে। নতুন নিষ্পাপ মুখের খোজ পেলেই জ্বলে উঠবে লাইট, ক্যামেরা।
নির্মাতা সংস্থার সূত্র আরও বলেছে, “তৃপ্তি এই ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন। এমন একটি প্রেমের গল্পে অভিনয় করার ইচ্ছা ছিল তার। কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। ছবির কাজও পিছিয়ে গেল।” ফেব্রুয়ারিতে ফের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সেই সূত্র।
‘আশিকি’ ছবিটি নির্মাণ করা হয় ১৯৯০ সালে। অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। প্রথম কিস্তির মতো দ্বিতীয় ছবি ‘আশিকি ২’ও পায় তুমুল জনপ্রিয়তা। তারকাখ্যাতি পান শ্রদ্ধা ও আদিত্য কাপুর।
# মির্জা সাইমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)