বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১
প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে ছুটছেন সালমান খান। কখনও বাড়িতে ছোড়া হয়েছে গুলি আবার কখনও এসেছে উড়ো চিঠি। মারা পড়েছেন তার ঘনিষ্ঠ মানুষও। এবার জানা গেল একবার বিমানবন্দর থেকে ধাওয়া করা হয়েছিল সালমানের গাড়িতে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেকোনো অনুষ্ঠানে সালমান হাজির হলেই মুহূর্তে মানুষের ঢল নামে। উন্মত্ত ভিড়ের কারণে সেখানে কোনো অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু বেশিই সতর্ক থাকেন ভাইজান।
২০১৪ সালে সালমানের ছবি ‘কিক’ মুক্তি পায়। সে সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একটি বিশেষ কারণে ছবির প্রচারে তিনি ভিড় এড়িয়ে চলেন। বিশেষ করে শপিং মলের মতো জায়গা প্রচারের জন্য এড়িয়ে যান। এখানে মানুষ কেনাকাটা করতে আসে। স্বাভাবিকভাবে ভিড় বেশি থাকে। তার ওপর তাকে দেখলে মানুষ ছুটে আসে। সেই ভিড়ে বিপত্তি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
সে ভিড়ে শিশু ও প্রবীণেরা সমস্যায় পড়তে পারে বলে মনে করেন সালমান। প্রচারের জন্য বিভিন্ন শহরে যেতে হয় তারকাদের। তিনি যখন বিভিন্ন শহরে ভ্রমণ করতেন, তখন তার গাড়ির পিছু নেওয়া হতো। গাড়ি চলত যার জেরে বাচ্চাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে বলে মনে করতেন সালমান।
সেসময় ভাইজান বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, “এমন করবেন না। কারণ প্রচারের জন্য আমাদের বিভিন্ন শহরে যেতে হয়। রাস্তায় এভাবে গাড়ি চললে, কোনও বাচ্চার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। এটা একদমই ঠিক নয়।”
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)