সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১
ছবি সংগৃহীত
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে আজকাল পর্দায় দেখা যায় না। তবে ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝে আলোচনায় আসেন তিনি। এবারও ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনার টেবিলে অভিনেত্রী। তবে বিষয়টি বিতর্কিত।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক থেকে ১৮ কোটি রুপি ঋণ নিয়েছিলেন প্রীতি। তবে মোটা অংকের এই অর্থ মওকুফ করেছে ব্যাংক।
বিষয়টি দাবি করা হয়েছে, ‘কংগ্রেস কেরালা’ নামে এক এক্স হ্যান্ডেল থেকে। সেখানে বলা হয়েছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির সঙ্গে যোগ থাকার কারণে ঋণ মওকুফের সুবিধা পেয়েছেন নায়িকা।
তবে প্রীতির ঋণ মওকুফে ভোগান্তিতে ওই ব্যাংকের সাধারণ গ্রাহকগণ। এরকম দাবি করে বলা হয়েছে, প্রীতির নেওয়া এই বিশাল পরিমাণ ঋণের কারণে ভেঙে পড়েছে ব্যাংকের অবস্থা। রাস্তায় নেমেছেন আমানতকারীরা। অভিযোগ, প্রীতি এই বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন, কারণ বিজেপি তার সমাজমাধ্যমের পাতা নিয়ন্ত্রণ করে।
তবে এমন অভিযোগে মুখ বন্ধ রাখেননি অভিনেত্রী। সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘না, আমার সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলো আমি নিজেই পরিচালনা করি, ভুয়া খবর প্রচার করতে আপনাদের লজ্জা করে না! কেউ আমার জন্য কোনো ঋণ অনুমোদন করেনি। আমি হতবাক যে, একটি রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি আমার নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া খবর প্রচার করছে এবং এটি জঘন্য রটনা।’’
এদিকে বছর দশেক আগে ব্যাংক থেকে লোন নিয়েছিলেন প্রীতি। সময়মতো শোধ করেছেন উল্লেখ করে তিনি লিখেছেন, ‘‘বলে রাখি ১০ বছর কিংবা তারও আগে একটি ঋণ নেওয়া হয়েছিল এবং সেটি সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এবং ভবিষ্যতে কোনও ভুল বোঝাবুঝি হবে না।’’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)