বৃহঃস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১
ছবি সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় গায়ক কবীর সুমন বছর পাঁচেক আগে সিদ্ধান্ত নিয়েছিলেন মরণোত্তর দেহদানের। সামাজিকমাধ্যমে নিজের স্বাক্ষর করা অঙ্গীকারপত্রের ছবিও শেয়ার করেছিলেন। এবার মত বদলালেন গায়ক। সরে এলেন দেহদানের সিদ্ধান্ত থেকে।
দেহদানের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন গায়ক। আজ বুধবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’
সেইসঙ্গে ইসলামী রীতিতে যেন কলকাতার মাটিতে দাফনকার্য সম্পন্ন হয়। এরকম ইচ্ছা প্রকাশ করে গায়ক লিখেছেন, ‘আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’
সবশেষে গায়ক লিখেছেন, ‘আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।’
কবীর সুমনের জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’র ৩০ বছর উদযাপন উপলক্ষে ‘সুমনের গান’ শিরোনামে তিনদিনের আসর হয় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে। এর আগে ১৫ অক্টোবর আধুনিক গান নিয়ে দর্শকদের সামনে মঞ্চে গান গেয়েছেন সুমন। এবং ১৮ অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো সুমন তার লেখা আধুনিক বাংলা খেয়াল গেয়েছেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)