শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১


সেই অপরাধীদের বিচার চাইলেন তারকারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৩ মার্চ ২০২৫, ১৬:৩৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বাঁচানো গেল না মাগুরায় নির্যাতিত সেই শিশুটিকে। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে পাশবিকতার শিকার একরত্তি। গোটা দেশবাসী শোকে মুহ্যমান। সেই শোক ছুঁয়ে গেছে তারকাদের।

আছিয়াকে নিয়ে নিজের ফেসবুকে সংগীতশিল্পী ও অভি নেত্রী পারশা মাহজাবীন পূর্ণি লিখেছেন, ‘মরে গিয়ে বেঁচে গেল।’

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছু বলতে পারেননি। হৃদয় ভাঙার ইমুজিসহ নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুধু লিখেছেন, ‘আছিয়া।’

অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।’

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অপরাধীদের ফাঁসি চেয়ে লিখেছেন, ‘আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।’

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের কথায়, ‘আছিয়ার মৃত্যু শুধু ই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।’

সংগীতশিল্পী প্রবর রিপন লিখেছেন, ‘হে রাষ্ট্র, আছিয়ার মৃত্যুর জন্য আমার মৃত্যুদণ্ড দাও।’ নিজের পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘আছিয়ারা মরে যাবে আমরা শুধু তাকিয়ে দেখব। এছাড়া কিছু করার নেই। এ মৃত্যুর জন্য আমাদের সবার শাস্তি হওয়া উচিত।’

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘এ শহরে আর কোনো কন‍্যার জন্ম না হোক। মাতৃহীন,ভগ্নিহীন,কন‍্যাহীন মরুভূমি হোক এদেশ। কুলাংগারের আবাদ হোক!

অভিনেতা ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনি বিচার কইরেন।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেনাবাহিনী জানায়, শিশুটির রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিসও করা হচ্ছিল। তাছাড়া, তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পর্ষদ গঠন করা হয়েছিল।

শিশুটির জন্য সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিল, যেখানে বলা হয়, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটজনক। তার জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তার জীবন রক্ষার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৪ ভোর
যোহর ১২:০৯ দুপুর
আছর ০৪:২৭ বিকেল
মাগরিব ০৬:০৭ সন্ধ্যা
এশা ০৭:২২ রাত

শুক্রবার ১৪ মার্চ ২০২৫