বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১


‘কোনো কথা কানে নিই না, নিজের রুটিন মাফিক চলি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৫ মার্চ ২০২৫, ১১:৪৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বয়স কেবল সংখ্যা মাত্র। বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সম্ভবত এই প্রবাদের সবচেয়ে বড় প্রমাণ। তার ক্ষেত্রে বয়স যেন পিছনের দিকে হাঁটে। ৫০ বছর বয়সেও যে সৌন্দর্যে কোনও ভাটা পড়ে না, তা প্রমাণ করে দিয়েছেন মালাইকা। অল্প বয়স থেকেই সৌন্দর্যের পূজারি অভিনেত্রী।

৫১ বছর বয়সেও এরকম ফিগার ধরে রাখেন কী করে? এই প্রশ্নের জবাব বহুবার দিতে হয়েছে তাকে। এবার এ বিষয়ে মালাইকা বলেন, ‘আমি খুব নিয়ম মেনে চলি। রাত জেগে পার্টি করি না। অ্যাওয়ার্ড শো-তে যেতে তেমন ভালোবাসি না। খুব জরুরি কাজ ছাড়া রাত জাগি না।’

তার কথায়, ‘বাড়ির খাবার খাই। আর যোগ ব্যায়াম করি। আমাদের পেশায় এই নিয়ম মেনে চলা সহজ নয়। অনেক পরিবারিক অনুষ্ঠান মিস করি। তাতে অনেকে বিরক্ত হন। কিন্তু আমি কোনও কথা কানে নিই না। নিজের রুটিন মাফিক চলি।’

আমিই আমার জীবনের অনুপ্রেরণা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘জীবন থেকে পাওয়া অভিজ্ঞতাগুলো আমাকে শিক্ষা দেয়। আমিই আমার জীবনের অনুপ্রেরণা। বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে কাছের মানুষের গণ্ডিটা কমিয়ে আনতে হয়। যেসব মানুষ চারপাশে শুধুই ভিড় বাড়ান, তাদের সঙ্গে যোগাযোগ কমান।’

মালাইকার ভাষ্য, ‘আমি সব মহিলাদের বলতে চাই, দেরি হয়ে গিয়েছে বলে কিছু হয় না। যেদিন থেকে আপনি কোনও উদ্যোগ নিতে চান, নিন। শুধু ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি বজায় রাখুন।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বুধবার ২ এপ্রিল ২০২৫