সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১


গাজা গণহত্যার প্রতিবাদ কর্মসূচি

একদিন পেছানো হলো ‘স্বাধীনতা কনসার্ট’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গাজা এবং রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। একইসঙ্গে গাজায় হত্যার প্রতিবাদে আগামী ১১ এপ্রিল (শুক্রবার) ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরেরদিন শনিবার (১২ এপ্রিল) সার্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেন, গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার সারাদেশে তৌহিদী জনতা কর্মসূচি পালন করবে। ওই কর্মসূচিতে আমাদের সমর্থন রয়েছে। তাই পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে ১২ এপ্রিল স্বাধীনতার কনসার্ট অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরেরদিন শনিবার (১২ এপ্রিল) সার্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি একইদিনে বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩০ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:২০ সন্ধ্যা
এশা ৭:৩৩ রাত

সোমবার ৭ এপ্রিল ২০২৫