বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২


এমন দমবন্ধ করা পয়লা বৈশাখ দেখিনি: শাওন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৪ এপ্রিল ২০২৫, ১৫:৫৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নতুন বছর মানেই একটি নতুন সম্ভাবনা। সময়ের চাকা আরও এক পাক ঘুরে এল বাংলা নতুন বছর। আজ সোমবার থেকে ১৪৩২ সনের দিন গণনা শুরু হচ্ছে। নতুন বছরে সবার প্রার্থনা পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি ভুলে নতুন উদ্যমে দেশ গড়ে উঠবে।

এ বছর নিয়ম মেনে বৈশাখ উদযাপন হলেও ক্ষোভ ঝাড়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এমন দমবন্ধ করা পয়লা বৈশাখ দেখিনি তিনি।

তিনি বলেন, ‘এমন দমবন্ধ করা, অবরুদ্ধ পয়লা বৈশাখ দেখিনি। কখনও দেখব বলেও আশা করিনি। আসলে ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে রমনা বটমূল, ছায়ানটের গান। ছোটবেলায় ছায়ানটের গান দিয়ে শুরু হত দিন। সকলে মিলে রাস্তায় বেরাতাম রং-বেরঙের মুখোশ কিনতাম। যে দিকে তাকাতাম সেদিকেই লাল-সাদা। মনে হত গোটা বাংলাদেশটা ঝলমল করছে। ঝলমলে শহরে পয়লা বৈশাখ উদ্‌যাপনটা এমন হয়ে যাবে, সেটা ভাবিনি!’

তিনি যোগ করেন, ‘চারপাশে বৈশাখের নাম পরিবর্তন নিয়ে নানা কথা শুনছি। তবে এর বীজটা মনে হয় আগে থেকেই রোপণ করা হয়েছিল। এখন নামের মধ্যেও ধর্ম খুঁজে বের করা হচ্ছে। ‘আনন্দ’ শব্দটার মধ্যেও চাইলে অনেক কিছু খুঁজতে পারেন।’

সবশেষ তিনি বলেন, ‘আমার ধারণা, একটা বিশেষ শ্রেণিকে তুষ্ট করতেই এই নাম বদল। কারণ তারা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটা পছন্দ করে না। তারা অনেক দিন ধরেই চাইছিলেন, এই নামটা পরিবর্তন হোক। রাজনৈতিক পটভূমি পরিবর্তনে কিছু না কিছু রদবদল হয়ই। কিন্তু আমরা যা ভেবেছিলাম, তার থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে।’

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:২০ ভোর
যোহর ১১:৫৯ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬:২৪ সন্ধ্যা
এশা ০৭:৩৮ রাত

বুধবার ১৬ এপ্রিল ২০২৫